জেলা ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

চাঁপাইনবাবঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে  রোববার ২০১৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আল আমিন এর পরিচালনায় ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে স্থানীয় এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় স্পোর্টস সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাওলানা মো. কেরামত আলী। অনুষ্ঠানে ২০১৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন ছাত্রদের হাতে ক্রেস্টসহ সংবর্ধনা উপকরণ তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৬-১৫