ভোলাহাটে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার ফলিমারি বিল এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ভোলাহাট থানার একজন পুলিশ কনস্টেবল নিহত ও একজন উপপরিদর্শক (এস.আই) গুরুতর আহত হয়েছেন।
ভোলাহাট থানার উপপরিদর্শক আব্দুল মজিদ জানান, শনিবার বিকেল পাঁচটার দিকে ফলিমারি বিল এলাকায় সড়কে একটি শ্যালোইঞ্জিন চালিত ভটভটির সাথে পুলিশ সদস্যদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ভোলাহাট থানার কনস্টেবল গোলাম আজম (৫০) নিহত ও উপপরিদর্শক শফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত হন। আহত উপপরিদর্শককে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৬-১৫
ভোলাহাট থানার উপপরিদর্শক আব্দুল মজিদ জানান, শনিবার বিকেল পাঁচটার দিকে ফলিমারি বিল এলাকায় সড়কে একটি শ্যালোইঞ্জিন চালিত ভটভটির সাথে পুলিশ সদস্যদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ভোলাহাট থানার কনস্টেবল গোলাম আজম (৫০) নিহত ও উপপরিদর্শক শফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত হন। আহত উপপরিদর্শককে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৬-১৫