র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা এলাকায় র‌্যাবের অভিযানে শুক্রবার বিকেলে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।


র‌্যাব সুত্র জানায়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামস্থ নওয়াব আলীর বাড়ী অভিযান পরিচালনা করে।

এসময় মাদক ব্যবসায়ী সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের ভুলুর ছেলে তরিকুল ইসলাম অরফে পুটু (৩০)কে ২০২ বোতল ফেনসিডিলসহ আটক করে।



এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৬-১৫