কমলাকান্তপুরে গার্ডেন ক্রিকেট টুর্নামেন্টে ফাইটার টিমের জয়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কমলাকান্তপুর বিশ্বাসপাড়া মাঠে কতিপয় ক্রিকেট অনুরাগীর সহযোগিতায় গার্ডেন বিগ মিনি এইট-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট- ২০১৫ এর রোববার খেলায় জয় পেয়েছে ফাইটার টিম।
তারা ১৬ রানে কামারপাড়া ওয়ারিয়ার্স কে পরাজিত করে । প্রথমে ব্যাট করতে নেমে ফাইটার টিম ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে দলের পক্ষে মেহেদি ১৬, আমিন ৮ রান করে। কামারপাড়া ওয়ারিয়ার্সের বোলার কাদের ৩ ওভার ১২ রান ৩টি, কাজল ৩ ওভার ১৪ রানে ২টি উইকেট লাভ করে।
৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কামারপাড়া ওয়ারিয়ার্স ১১ ওভারে সবকটি উইকেটে ৪৯ রান করতে সক্ষম। দলের পক্ষে কাজল ১২, রনি ১২ রান করে। ফাইটার টিমের বোলার মোবারক ৩ ওভার ১২ রানে ৩টি, ইশ্বর ৩ ওভার ১২ রানে ২টি উইকেট লাভ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২১-০৬-১৫
তারা ১৬ রানে কামারপাড়া ওয়ারিয়ার্স কে পরাজিত করে । প্রথমে ব্যাট করতে নেমে ফাইটার টিম ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে দলের পক্ষে মেহেদি ১৬, আমিন ৮ রান করে। কামারপাড়া ওয়ারিয়ার্সের বোলার কাদের ৩ ওভার ১২ রান ৩টি, কাজল ৩ ওভার ১৪ রানে ২টি উইকেট লাভ করে।
৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কামারপাড়া ওয়ারিয়ার্স ১১ ওভারে সবকটি উইকেটে ৪৯ রান করতে সক্ষম। দলের পক্ষে কাজল ১২, রনি ১২ রান করে। ফাইটার টিমের বোলার মোবারক ৩ ওভার ১২ রানে ৩টি, ইশ্বর ৩ ওভার ১২ রানে ২টি উইকেট লাভ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২১-০৬-১৫