কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাঃ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দ্বের মুক্তির দাবীতে জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্দোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ শেষে বাতেন খা মোড়ে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াতের  সহকারী সেক্রেটারী মাও. আব্দুস সবুর, চাঁপাইনবাবগঞ্জ সদর আমীর আবু বকর, ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি গোলাম মোস্তফা,শহর সেক্রেটারী তোহরুল ইসলাম সোহেল সহ জামায়াত শিবিরের নেতৃবৃন্দ্ব।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৬-১৫