বিদ্যুৎ বিভাগের তুঘলকি কান্ড > নাচোলের বাউলে এক গ্রাহকের কারণে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের দুই নম্বর ফতেপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বাঊল গ্রামের প্রায় চারশ টি পরিবারের বিদ্যুৎ্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে অন্ধকারের মধ্যে বসবাস করছে পরিবারগুলো।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর একটায় গোবরতলা  পল্লী বিদ্যুৎ শাখার কর্মকর্তারা পূর্ববর্তী কোন নোটিস ছাড়াই বাঊল গ্রামের মৃত জোহাক আলী মন্ডলের ছেলে আব্দুর রহিমের বাসার  ও একই গ্রামের মৃত সাম মোহাম্মদের ছেলে আব্দুল খালেক এবং মৃত ভুদোড় আলির ছেলে ইমরান আলীর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  করে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এমন খবর পেয়ে স্থানীয়রা সংযোগ বিচ্ছিন্নকারী বিদ্যুৎ বিভাগের লোকজনের কাজে সংযোগ বিচ্ছিন্নের কারণ জানতে চায়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা গুরু হয়। একপর্যায়ে বিদ্যুৎ কর্মকর্তারা নাচোল পুলিশকে খবর দিয়ে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।  ফলে ঐ গ্রামের লোকজন বিদ্যুৎহীন হয়ে পড়ে।
ভুক্তভোগীরা জানান ,এনালগ মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার না লাগানোর ফলে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছন করেছে। তারা  আরো জানান ,গ্রাহকদের পূর্ববর্তী কোনো রকম নোটিস ছাড়াই বিদ্যুৎ্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ ব্যাপারে গোবরাতলা বিদ্যুত্ শাখার ইনচার্জ নুরুন নবীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,বাঊল গ্রামের শুধু রহিমের বাড়ির এনালগ মিটার পরিবর্তন না করায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে রহিম ও তার দলবল মিলে বিদ্যুত্ কর্মীদের উপর আক্রমণ করলে নাচোল থানার সহযোগিতায় পুরো গ্রামের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।এ বিষয়ে  চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুত জিএম এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, নাচোল / ১২-০৬-১৫

,