গোমস্তাপুরে ২ হাজার বোতল ফেন্সিডিসহ আটক-৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ হাজার ৩০ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা ব্রিজের টোল ঘরের সামনে তেলবাহী ট্রাক থেকে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো ফরিদপুর জেলার সদরপুর থানার নজরুল ইসলামের ছেলে ট্রাক চালক পলাশ (৩৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মহিষপুর গ্রামের আমির হোসেনের ছেলে রাসেল (২২) ও দিনাজপুর জেলার কোতয়ালী থানার দত্তরী বাজার গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে শাহ আলম (২২)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ জানান, শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে তেলবাহী একটি ট্রাক (খুলনা-ট-১১৭৮) বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে নওঁগা যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ওই ট্রাকটি গোমস্তাপুর উপজেলার চৌডালা ব্রিজের টোল ঘরের সামনে পৌঁছলে গোমস্তাপুর থানা পুলিশ গতিরোধ করে ট্রাকটি আটক করে। আটকের পর তেলবাহী ট্রাকের ভেতর থেকে ২ হাজার ৩০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে কোর্টে প্রেরণ করা হবে বলে তিনি জানান। এব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর / ১৩-০৬-১৫

,