ভোলাহাটে ১০২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিজিবি সদস্যরা এক হাজার ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
৪৩ বর্ডার গার্ড নওগাঁর ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আফতাবউদ্দীন জানান, বিজিবি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে  পোল্লাডাংগা বাজারের ১ শত গজ দক্ষিণে আমবাগানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবি’র অবস্থান টের পেয়ে ১ হাজার ২৫ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় তা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে সোমবার বিলভাতিয়া বিজিবি ক্যাম্প ছয় শত দশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৪-০৬-১৫

,