ভোলাহাটে গ্রাম উন্নয়ন কমিটি সদস্যদের নেতত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভোলাহাটে গ্রাম উন্নয়ন কমিটি সদস্যদের নেতত্ব বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্তি হয়েছে। মঙ্গলবার জিবাসের আয়োজনে ইজিসিএসসি ইন ডব্লিউ এসএস প্রকল্পের আওতায় দুদিন ব্যাপী গ্রাম উন্নয়ন কমিটি সদস্যদের নেতত্ব বিষয়ক প্রশিক্ষণ বুধবার জিবাস কার্যালয় মেডিকেল মোড়ে সমাপ্তি হয়েছে। উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৯টি ওর্যাডের গ্রাম উন্নয়ন কমিটির মোট ১৮জন সদস্যদের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল হক, কর্মসূচী সহায়ক সাবিত জাহান শিশির ও ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে জিবাসের ইউনিয়ন সম্প্রসারণ কর্মীদ্বয় তরিকুল ইসলাম ও কাব্বার আলী উপস্থিত ছিলেন। দু’দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ কর্মসূচী সহায়ক সাবিত জাহান শিশির। দুদিন ব্যাপী প্রশিক্ষণে গ্রামণ উন্নয়ন কমিটির উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৪-০৬-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৪-০৬-১৫