নয়ালাভাঙ্গায় র‌্যাবের গাঁজাসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্র জানান, মঙ্গলবার রাতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মহদিপুর এলাকা থেকে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার উজিরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে মিঠু (২৮) ও একই উপজেলার বাবুপুর গ্রামের ফজু আলীর ছেলে শহিদুল (৩০)।

সূত্র আরও জানায়, তারা দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-০৬-১৫

,