শেষ হলো ডিজিটাল উদ্ভাবনী মেলা > সেরা স্টলের পুরষ্কার সরকারি টেকনিক্যাল কলেজের

চাঁপাইনবাবগঞ্জ শহরের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগামের আওতায় অনুষ্টিত ৩ দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুক্রবার শেষ হয়েছে। সন্ধ্যায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অথিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাকসুদা বেগম সিদ্দীকার সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকপতœী ফারজানা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু।
মেলায় সরকারি ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমার ৪০টি স্টলের মধ্যে প্রথম হয়েছে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে  গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও অগ্রনী ব্যাংক। শ্রেষ্ঠ ইউএনওর পুরস্কার পেয়েছেন নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ওয়াসেফ। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছেন সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুরুল হোদা। শ্রেষ্ঠ পৌর তথ্য সেবা কেন্দ্রের পুরস্কার জিতেছে নাচোল পৌরসভা। এছাড়া শ্রেষ্ঠ উদ্যোক্তা (পুরুষ) হিসেবে গোমস্তাপুরের গোহালবাড়ি ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের সেলিম রেজা ও শ্রেষ্ঠ উদ্যোক্তা (মহিলা) হিসেবে পুরস্কার পেয়েছেন শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের সাবিনা ইয়াসমিন। মাল্টিমিডিয়া ক্লাসে রুমের জন্য প্রথম হয়েছে নাচোলের সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়।এই শাখায় দ্বিতীয় ও ৩য় হয়েছে যথাক্রমে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও ভোলাহাটের নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়। পরে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
শেষ দিনে মেলায় দর্শনার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মত। মেলায় অনুষ্ঠিত হয়েছে সঙ্গীতানুষ্ঠান, গম্ভীরা ও চলচিত্র প্রদর্শন।
 এর আগে গত বুধবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মুনির হোসেন। এ মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ টি স্টল ছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৬-১৫