সাড়ে চার বছর ধরে সহকারী কমিশনার বিহীন চলছে নাচোলের ভুমি অফিস

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি ) ও কানুনগোর দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে সাড়ে চার বছর ধরে শূন্য রয়েছে রয়েছে সহকারী কমিশানারের পদ। ফলে ভূমি সংক্রান্ত কাজের জন্য উপজেলার সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১সালের ২৭ অক্টোবর তৎকালীন সহকারী কমিশনার (ভূমি ) ইশরাত ফারজানা অন্যত্র বদলি হয়ে যান। এরপর থেকে প্রায় সাড়ে চার বছর ধরে এই পদ শূন্য রয়েছে। একই সঙ্গে কানুনগোর পদটি ও শূন্য রয়েছে। খারিজ সংক্রান্ত কাজে বেশি সময় লাগার কারণে জমির মালিকেরা প্রয়োজনমতো তাদের জমি কেনাবেচা করতে পারছেন না। এই সুযোগে নাচোল ভুমি অফিসে গড়ে উঠেছে একটি দালাল চক্র। ভূমি অফিস খোলার সঙ্গে সঙ্গে দালালেরা অফিস এলাকা দখলে নেন। এই সংঘবদ্ধ দালালরা জমির মালিকদের জিম্মি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগ করেছেন, আর্থিক ক্ষতির মুখে পড়া জমির মালিকরা।
নাচোলের বেড়াচকী গ্রামের আইনাল হক বলেন, ‘২০১৩ সালে আমি জমি খারিজ করতে দিলেও এখন পর্যন্ত জমি খারিজ হয়নি’। একই অবস্থা সিংরইল গ্রামের কালিপদ সেনের। তিনি ২০১২ সালের নভেম্বর মাসে জমি খারিজ করতে দিলেও জমি খারিজ হয় নি। খেসবা গ্রামের জিল্লুর রহমান বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি )পদটি দীর্ঘদিন থেকে শূন্য থাকায় জমির খাজনা ও খারিজ নিয়ে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে’।

বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )অতিরিক্ত দায়িত্ব থাকলেও তার প্রশাসনিক দায়িত্ব পালনের বেশী সময় ব্যয় হয়ে যাওয়া ভুমি অফিসের কাজের জট দিন দিন বাড়ছে। উপজেলা নির্বাহী অফিসার রাশেদ ওয়াশিফ বলেন, ‘আমার দপ্তর থেকে প্রায় দেড় লাখ মানুষের রাষ্ট্রীয় সুযোগ -সুবিধা নিশ্চিত করার পর কর্তৃপক্ষের নির্দেশে আমাকে ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়।প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় জনগণকে সেবা দিতে কিছুটা কমতি হলেও সাধ্য অনুযায়ী চেষ্টা করছি’।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জোহরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-১৫

,