কসবা ইউনিয়নে মনোনিত হল আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী

নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নির্বাচন করা হয়েছে ।এতে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসাবে আজিজুর রহমান নির্বাচিত হন।
 বৃহস্প্রতিবার বিকালে কসবা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কসবা ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান ৩৯ ভোট পেয়ে বিজয়ী হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম মোস্তফা ২২ভোট পান। এ উপলক্ষে কসবা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান ,জেলা আওয়ামীলীগের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মতিউর রহমান । এছাড়া অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিউজ প্রতিবেদক, নাচোল/ ২৬-০৬-১৫