সোমবার শিবগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন
শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ৫টি আসনে নির্বাচনে ১২ জন প্রার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে। কিন্তু ১ নম্বর আসনের ১ জন প্রার্থী প্রত্যাহার করে নেয়ায় বহুল আলোচিত অন্য প্রার্থী নূরজাহান বেগম বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন। ফলে সংরক্ষিত আসনের ৫টির মধ্যে ৪টি আসনে নির্বাচন হবে। দশ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেবেন। এই নির্বাচনে মোট ৪৮ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৬-১৫