বয়সের শর্ত ছাড়াই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা দশ হাজার টাকা করার দাবি
বয়সের শর্ত ছাড়াই দশ হাজার টাকা সম্মানী ভাতা দেয়ার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযোদ্ধারা। একই দাবিতে তারা প্রধানমন্ত্রী বরাবারে স্মারকলিপি প্রদান করেন।
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমাণ্ডের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্নস্থান থেকে আসা কয়েক শ’ মুক্তিযোদ্ধা এবং শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের স্ত্রীরা অংশ নেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিটের কমাণ্ডার সিরাজুল হক, আব্দুস সামাদ, মশিউর রহমান, মতিউ রহমান, অধ্যক্ষ এনামুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে ৬৫ বছরের বেশি বয়সী মুক্তিযোদ্ধাদের ভাতা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে -এটা কোনভাবেই গ্রহনযোগ্য সিদ্ধান্ত নয়। বয়স বিবেচনায় মুক্তিযোদ্ধাদের সম্মানিভাতা দেয়া হলে তাদের মাঝে বিভেদ বাড়বে। তারা সকল মুক্তিযোদ্ধার সম্মান ও সম্মানী ভাতা এক হওয়া উচিত বলেও মন্তব্য করেন। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৬-১৫
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমাণ্ডের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্নস্থান থেকে আসা কয়েক শ’ মুক্তিযোদ্ধা এবং শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের স্ত্রীরা অংশ নেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিটের কমাণ্ডার সিরাজুল হক, আব্দুস সামাদ, মশিউর রহমান, মতিউ রহমান, অধ্যক্ষ এনামুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে ৬৫ বছরের বেশি বয়সী মুক্তিযোদ্ধাদের ভাতা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে -এটা কোনভাবেই গ্রহনযোগ্য সিদ্ধান্ত নয়। বয়স বিবেচনায় মুক্তিযোদ্ধাদের সম্মানিভাতা দেয়া হলে তাদের মাঝে বিভেদ বাড়বে। তারা সকল মুক্তিযোদ্ধার সম্মান ও সম্মানী ভাতা এক হওয়া উচিত বলেও মন্তব্য করেন। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৬-১৫