ভোলাহাটে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলা দলদলী ইউনিয়নের খড়কপুর গ্রাম থেকে  ৩শত ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
৪৩ ব্যাটালিয়ন নওগাঁর অর্ন্তগত পোল্লাডাঙ্গা বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আবতাবউদ্দিন জানান, রবিবার ভোর পৌণে ৫টার সময় তার নেতৃত্বে দলদলী ইউনিয়নের খড়কপুর গ্রামের কাছে অভিযান চালায়। এ সময় ভারত থেকে ফেনসিডিল বহন করে চোরাকারবারীরা বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ কালে বিজিবির অবস্থান টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কোম্পানী কমান্ডার।

এদিকে শিবগঞ্জের মনাকষা থেকে শনিবার রাতে একটি বাড়ী তল্লাশী করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজন্ব প্রতিবেদক, ভোলাহাট, শিবগঞ্জ/ ১৪-০৬-১৫

,