গোমস্তাপুরে নদীতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে সিফাত (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত সিফাত রহনপুর পৌরসভার রহমতপাড়া মহল¬ার সবুজ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, রহমতপাড়া মহল¬ার ও রহনপুর পৌরসভার ট্রাফিক পুলিশ সবুজ আলীর ছেলে সিফাত (১১) তার নানা-নানীর বাড়ি রহনপুর পৌর এলাকার বাবুরঘোন মহল¬ায় বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরের পূনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে এলাকার লোকজন নদী থেকে সিফাতকে উদ্ধার করে দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সিফাত রহনপুর পূবালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক,ছাত্র-ছাত্রী, সহপাঠীরা সহ এলাকার জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর / ১১-০৬-১৫

,