মহারাজপুরে বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল বৃদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে বিষাক্ত সাপের ছোবলে জেরিনা বেগম নামের ৬০ উর্দ্ধো এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোররাতে মহারাজপুর ইউনিয়নের মিনটোলা গ্রামে দেলোয়ার হোসেনের স্ত্রী জেরিনা বেগম নিজ বাড়ীতে পোষা কবুতরের পরিচর্যা করতে গিয়ে কবুতরের     ‘খোপে’ (কাঠের তৈরী কবুতরের ঘর) থাকা  একটি বিষাক্ত সাপের ছোবলে গুরুতর আহত হন। তাকে আধুনিক সদর হাসপাতালে নেবার পথে সে মারা যায়। এদিকে মায়ের সেবা করার চেষ্টাকালে ক্ষতস্থান থেকে  বিষক্রয়ায় আক্রান্ত হয় তার বড় ছেলে আখতারুল হোসেন। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনার পর সকালে কবুতরের ‘খোপ’ থেকে সাপটি বের করে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সাপটি অত্যন্ত বিষাক্ত গোখরা প্রজাতির বলে সন্দেহ করছেন এলাকাবাসী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৬-১৫