রহনপুর পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভা

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর আওয়ামীলীগের নেতা-কর্মীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার রাতে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজাহান আনসারী মামলতের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য- প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।  এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, পার্বতীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার আলী খান,রাধানগর আওয়ামীলীগের ইউনিয়নের সাধারণ সম্পাদক ডা. সাইদুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় দলীয় কর্মকান্ড সক্রিয় করা বিষয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর / ১১-০৬-১৫

,