আওয়ামীলীগ নেতা এ্যাড. এনামুল হকের স্মরণসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. এনামুল হকের স্মরণসভা শনিবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, মরহুমের ছেলে সেলিম রেজা প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।
বক্তারা, প্রয়াত এ্যাড. এনামুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৬-১৫