আমনুরা কেন্দুলে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত
নিহতরা হলেন, কেন্দুল গ্রামের মুনতাজ আলীর ছেলে মোহাম্মদ ফারুক (৩০), শফিকুল ইসলামের ছেলে নয়ন (৪২) ও রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে নুরে আলম সিদ্দিকী (৩০)।
সদর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, বেলা সাড়ে ১২টার দিকে আমনুরা-গোদাগাড়ী সড়ক দিয়ে মটর সাইকেলযোগে তিন মটরসাইকেল আরোহী কেন্দুলের দিকে যাওয়ার সময় একটি দ্রুত গতির ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যন নুরে আলম ও ফারুক।
আহত অবস্থায় নয়নকে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মটর সাইকেলকে ধাক্কা দেয়ার পর ট্রাকটিও সড়কের পাশে উল্টে যায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৬-১৫