র্যাব ও বিজিবি’র হাতে মাদক ও যৌনউত্তেজকসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও অবৈধ যৌন উত্তেজক আটকসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। চাঁপাইনবাবগঞ্জের ৯’বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাজমুল আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে ব্যাটালিয়নের ফতেপুর সীমান্তফাঁড়ির একটি বিশেষ টহল দল নায়েক সেলিম আহমেদের নেতৃত্বে মেইনসীমান্ত পিলার ১০/১ এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার হলুদিয়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ১৭২ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ৬৯ হাজার টাকা। আটককৃত ফেন্সিডিল চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে জমা করা হয়েছে।
এদিকে পৃথকভাবে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল বুধবার রাত সোয়া আটটার দিকে জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক ১৪৫ গ্রাম গাঁজা ও ২৬ বোতল যৌন উত্তেজক পানীয় সহ মাদকব্যবসায়ী একই উপজেলার কৃঞ্চগোবিন্দপুর এলাকার ইসরাইলের ছেলে নুরুল ইসলামকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ও গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকব্যবসার সাথে জড়িত বলে র্যাব জানায়।
এ ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৬-১৫
এদিকে পৃথকভাবে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল বুধবার রাত সোয়া আটটার দিকে জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক ১৪৫ গ্রাম গাঁজা ও ২৬ বোতল যৌন উত্তেজক পানীয় সহ মাদকব্যবসায়ী একই উপজেলার কৃঞ্চগোবিন্দপুর এলাকার ইসরাইলের ছেলে নুরুল ইসলামকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ও গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকব্যবসার সাথে জড়িত বলে র্যাব জানায়।
এ ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৬-১৫