নাচোল থানা কম্পাউন্ডে নির্মাণ হয়েছে মনোরম মসজিদ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় একটি মনোরম থানা মসজিদ নির্মাণ করা হয়েছে।
সূত্র জানিয়েছে, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলামের একান্ত পরিকল্পনা ও সহযোগিতায় গত জানুয়ারি মাসের মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়। দীর্ঘ ছয় মাস ধরে নির্মাণ কাজ শেষে বর্তমানে মসজিদটিকে  আকর্ষনীয় মসজিদ হিসাবে গড়ে তুলা হয়েছে। ছয় কাঁঠা জমির উপর নির্মিত মসজিদটির ভেতরে ২০০ জন লোক নামাজ আদায় করতে পারবে। মসজিদের চারপাশের দিক বিভিন্ন সুরভী ফুল দিয়ে মোড়ানো হয়েছে। লোকজন যাতে অজু করতে পারে সেজন্য মসজিদের পাস দিয়ে টাইলস বসানো একটি পাকা রাস্তা তেরী করা হয়েছে। মসজিদটির সামন গেইটে লাগনো হয়েছে চারটি আইনার গ্লাস এবং মসজিদটির দরজা দুটি কাঁচের গ্লাস দ্বারা আবিষ্ট ।
মসজিদটি গড়ে তুলার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন থানার কনসেটবল ইফতেখার (শাহীন)। উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব, মুজিবুর রহমান জানান, আমাদের জেলার পাঁচটি থানা মসজিদ গুলোর মধ্যে এই প্রথম নাচোল থানা মসজিদ ।নাচোল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম মসজিদ নির্মানে যে অবদান রেখেছেন তা উপজেলার জনগন মনে রাখবেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর পুলিশ সার্কেল এসপি শেখ শহীদ উদ জ্জামান জানান, এ ধরনের সামাজিক কাজে উদ্যোগ গ্রহনের জন্য নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্বাগত জানাই এবং এ ধরনের সামাজিক উদ্যোগ যেন প্রতিটি থানায় অব্যাহত থাকে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৮-০৬-১৫

,