ইনুকে হত্যা হুমকির প্রতিবাদে জাসদ ছাত্রলীগের বিক্ষোভ

জাসদের কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ২৫ বিশিষ্ট নাগরিককে জঙ্গি সংগঠনের দেয়া হত্যা হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জাসদ ছাত্রলীগ।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের আহবানে মিছিলটি কলেজ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্য়ালয় প্রদক্ষিন করে কলেজ মোড়ে বঙ্গবন্ধু মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। এতে হাসানুল হক ইনুসহ দেশের ২৫ বিশিষ্ট নাগরিককে জঙ্গীদের হত্যার হুমকির তীব্র প্রতিবাদ সহ দেশে জঙ্গিবাদ বিস্তারের বিরুদ্ধে বক্তব্য রাখেন জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কলেজ শাখার সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ। তারা এ বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থাগুলিকে আরও কার্য়কর ভুমিকা গ্রহনের জন্য দাবী জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৬-১৫