ভলিবল লীগে নবারুণ সংঘ চ্যাম্পিয়ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ভলিবল লীগ ২০১৪-১৫ এর মঙ্গলবার বিকালে ফাইনাল খেলায় নবারুণ সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। নবারুণ সংঘ ২৫-২৩, ২৫-২১, ২৫-২৭ ও ২৫-২১ পয়েন্টে কানসাট ক্লাবকে পরাজিত করে। ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করে জাতীয় দলের খেলোয়াড় শ্রী হরস্রিত। খেলা পরিচালনা করেন- মামুনুর রশিদ বাবু। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বশির আহম্মেদ পিপিএম। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদত তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও আজমাল হোসেন, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, নির্বাহী সদস্য আব্দুল হান্নান রজু, বাবুল ইসলাম, সাধারণ পরিষদ সদস্য শামসুল আলম, জালাল উদ্দীন, ভলিবল লীগ কমিটির সম্পাদক হুমায়ন কবীর লুকু সহ আমন্ত্রীত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন- মশিউর রহমান মিটু। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৬-০৬-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৬-০৬-১৫