কেন্দ্রের পর এবার ‘তৃণমূল ছাত্রলীগ’ গঠন করল পাল্টা কমিটি
গেল ১৯ মে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণার পর এবার ‘তৃণমুলের মতামতের’ নামে গঠন হয়েছে পাল্টা জেলা কমিটি। রোববার বিকেলে পাল্টা কমিটি ঘোষণার পর সভাপতি ও সাধারণ সম্পাদক ফুলের মালা গলায় দিয়ে শহরে মিছিল করেছে। কেন্দ্রের পর স্থানীয় ভিত্তিতে পাল্টা কমিটি ঘোষণাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের বিরাজ করছে চরম উত্তেজনা। শুরু হয়েছে ‘ফেসবুক যুদ্ধ’।
দলীয় সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন তারিখ নির্ধারণ হলেও প্রধানমন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সফরকে ঘিরে তা স্থগিত হয়ে যায। এরপর হটাৎকরে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গত ১৯ মে তিন নেতার নাম উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে। এতে সাকিউল ইসলাম সাকিলকে সভাপতি, আরিফুর রেজা ইমনকে সাধারণ সম্পাদক ও মারুফ আহমেদ শাওনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এ কমিটি ঘোষণার পরপরই নড়েচড়ে বসেন পদবঞ্ছিত নেতারা। নতুন কমিটিকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে এক পক্ষের আনন্দ মিছিলের পর বিদ্রোহীরা কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলনও করে। পাল্টাপাল্টি মিছিল ও কর্মসুচিকে ঘিরে ছাত্রলীগে দেখা দেয় চরম উত্তেজনা। এরমাঝে জেলা ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমানের বাড়িতে ককটেল হামলার ঘটনাও ঘটে।
দলীয় সূত্র জানিয়েছে, জেলা আওয়ামীলীগের দু’ শীর্ষ নেতা’র আর্শিবাদ নিয়ে দু’ পক্ষই মাঠে পরস্পর বিরোধী শক্ত অবস্থান গ্রহণ করে। কেন্দ্র ঘোষিত পক্ষে আর্শিবাদ রয়েছে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডলের। বিদ্রোহী পক্ষে আর্শিবাদ রয়েছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদের। দু’ নেতার আর্শিবাদ পুষ্ট হয়েই পরস্পর বিরোধী তৎপরতার অংশ হিসেবে রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের প্যাডে পাল্টা কমিটি ঘোষণা করা হয়। ‘তৃণমুল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে’ উল্লেখ করে ঘোষিত কমিটিতে লেলিন প্রামাণিককে সভাপতি, আভিষেক সাহা নিলম ও মাহবুব আলম সুমনকে সহ-সভাপতি, অহিদুজ্জামান অহিদকে সাধারণ সম্পাদক, মারুফ আহম্মেদ শাওন ও মুন্সি জিয়াউর রহমান জিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, অহেদুজ্জামান বাবুকে সাংগঠনিক সম্পাদক, জুয়েল রানাকে প্রচার সম্পাদক এবং সাদ হোসেন রাহাতকে দপ্তর সম্পাদক হিসেবে বলা হয়। ঘোষিত এই কমিটির সঙ্গে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বাক্ষর সংযুক্ত করা হয়। এতে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এদিকে, কেন্দ্র ঘোষিত ও তৃণমুল ঘোষিত দু’ কমিটিতেই রাখা হয়েছে মারুফ আহমেদ শাওনকে। এক কমিটির সে সাংগঠনিক সম্পাদক ও অন্যকমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
নতুন কমিটি গঠন প্রসঙ্গে বিদ্রোহী কমিটির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কোন রকম যাচাই বাছাই ছাড়া কুচক্রি মহলের ইশারায় কেন্দ্র থেকে গোপনে কমিটি করে দেয়া হয়েছে। এতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। তাই তৃণমূলের নেতার এই নতুন কমিটি ঘোষণা করেছে’।
কেন্দ্র ঘোষিত কমিটি’র সাধারণ সম্পাদক আরিফ রেজা ইমন বলেন, ‘তৃণমূলের নামে তারা যে অবৈধ কমিটি ঘোষণা করেছে তাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বাক্ষর জাল করা হয়েছে। অনেক স্বাক্ষর একই হাতের লেখা। অনেক নেতাই জানেনা অথচ তাদের নাম উল্লেখ করা হয়েছে’। আর ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল বলেন, ‘ ছাত্রলীগ পরিচালিত হয় নির্দিষ্ট গঠনতন্ত্রের আলোকে। আমাদের কমিটি ঘোষণা করেছে কেন্দ্র, তারা যেটা করেছে সম্পূর্ণ অগঠনতান্ত্রিক। এ ব্যাপারে কেন্দ্রীয় কার্যকরি পরিষদই সিদ্ধান্ত নিবে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৬-১৫