সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন > ভোট যুদ্ধে ১৩ জন বিনা প্রতিদ্বন্দিতায় ৩ জন নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বচন সোমবার সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদগুলোয় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ৪ পৌরসভা ও ৪৫ টি ইউনিয়নের ১৬টি আসনে ১৬ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৫ জন, শিবগঞ্জ উপজেলায় ৫ জন, গোমস্তাপুর উপজেলায় ৩ জন, নাচোল উপজেলায় ২ জন এবং ভোলাহাট উপজেলায় ১ জন নির্বাচিত হন। বহুল আলোচিত এই নির্বাচনে ভোট যুদ্ধে নির্বাচিত হয়েছেন ১৩ জন এবং ৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন নির্বাচিত হন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বচনে ১ নং আসনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর নার্গিস জামান চাঁদ প্রতীকে ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি একই পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর বেগম শরিফা খাতুন বেবী  মোরগ প্রতীকে পেয়েছেন ১৭ ভোট। ২ নং আসন গোবরাতলা , ঝিলিম ও বালিয়াডাঙ্গা থেকে ঝিলিম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য শিরিন আক্তার মোরগ প্রতীকে ২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি গোবরাতলা ইউপির নারী সদস্য নাসরিন আখতার চাঁদ  প্রতীকে পেয়েছেন ২১ ভোট। ৩ নং আসন রাণীহাটি, মহারাজপুর ও বারঘরিয়া থেকে মোরগ প্রতীকে ২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শিরিন জাহান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ছিলেন পিয়ারা বেগম (প্রতীক চাঁদ)। তিনি পেয়েছেন ২০ ভোট। এ ছাড়া ৪ নং আসন থেকে মাতুয়ারা বেগম এবং ৫ নং আসন থেকে সাবিনা শারশিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই উপজেলায় ৪৭ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একটি ভোট বাতিল হয়। এই নির্বাচনে একজন প্রিজাইডিং. একজন সহকারী প্রিজাইডিং ও একজন পোলিং অফিসার নিয়োগ করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়।
শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন জানান, শিবগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ৫টি আসনে নির্বাচনে ১২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু ১ নম্বর আসনের ১ জন প্রার্থী প্রত্যাহার করায় নূরজাহান বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে আসনের ৫টির মধ্যে ৪টি আসনে নির্বাচন হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোটগ্রহণ। পরে উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন নির্বাচনে ফলাফল ঘোষণা করেন। বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন ২নং আসনে মৌসুমী বেগম (মোরগ) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ ভোট। ৩নং আসনে কুস্তরী খাতুন একই প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ ভোট। ৪নং আসনে শিরিন খাতুন একই প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ ভোট এবং ৫নং আসনে সাজেনুর বেগম একই প্রতীক নিয়ে পেয়েছেন ২২ ভোট। দশ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে মোট ৪৮ জন ভোটার ভোট প্রয়োগ করেন।
ভোলাহাট
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনে সোমবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে বেসরকারী ভাবে সাকিলা বেগমকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ চলে। সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ ও প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, উপজেলার ৪টি ইউনিয়নে মোট ১২জন ভোটার ছিলেন। দুপুর ১২টার সময় ভোট প্রদান সম্পন্ন হয়। কিন্তু সরকারী নিয়মের কারণে দুপুর ২টার সময় ভোট গণনা শুরু হয়। এ সময় তিনজন প্রার্থীর মধ্যে দলদলী ইউনিয়নের সাকিলা বেগম (হরিণ) ও ভোলাহাট সদর ইউনিয়নের মনিরা বেগম (চাঁদ), খাইরুন নেশা( মোরগ) প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোট গণনা শেষে সাকিলা বেগম ৭ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরা বেগম ৫ ভোট পান। ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা আবুল হায়াত মো: রফিক বলেন, এ নির্বাচন সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে এবং শত ভাগ ভোট প্রদান করেছেন ভোটারেরা।
গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে রুলি খাতুন,আইরিন খাতুন, বিলকিস আক্তার নিজ নিজ প্রতিক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ নির্বাচন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সহকারী প্রি-জাইডিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাইছার মোহাম্মদ বিজয়ীদের নাম ঘোষণা করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ৩টি সংরক্ষিত আসনের বিপরীতে ১ নং আসনে রুলি খাতুন হরিণ প্রতিকে ১২ ভোট পেয়ে, ২ নং আসনে আইরিন খাতুন চাঁদ প্রতিকে ১১ ভোট পেয়ে এবং ৩ নং আসনে বিলকিস আক্তার বেবী হরিণ প্রতিকে সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
নাচোল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪র্থ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ১ ও ২ আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে। ঘোষিত বেসরকারী ফলাফলে ১নং আসন থেকে নাজম বেগম এবং ২ নং আসন থেকে রিতুফা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দায়িত্বপ্রাপ্ত সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান জানান, নাচোল উপজেলা পরিষদের সংরক্ষিত ১নং  আসন (৩নং নাচোল ইউপি ও ৪নং নেজামপুর ইউপি এবং নাচোল পৌরসভা)’র জন্য ১জন ও ২নং আসন (১নং কসবা ইউপি এবং ২নং ফতেপুর ইউপি)’র জন্য ১জন নারীসদস্য নির্বাচনে বেসরকারী ফলাফলে ১নং আসন থেকে নাজম বেগম (চাঁদ প্রতীক) ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিলকিস আরা (বালটি প্রতীক) পেয়েছেন ৩ ভোট। অপর দিকে ২নং আসন থেকে রিতুফা খাতুন ( পেঁপে প্রতীক) ৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সখিনা বেগম (টেবিল প্রতীক) পেয়েছেন ৪ ভোট। উল্লেখ্য, ১নং আসনে ১জন পৌর সংরক্ষিত নারী কাউন্সিলরসহ ৩জন ইউপি সংরক্ষিত নারীসদস্য এবং ২নং আসনে ২জন ইউপি সংরক্ষিত নারীসদস্য এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২১ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে  জেলার ১৬টি আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ৬ জনের মনোনয়ন বাতিল হয়ে যায়। এর মধ্যে ৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন নির্বাচিত হওয়ায় ১৩ টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত করা হয়। ২৩ মে মনোনয়নপত্র বাছাই করা হয় এবং প্রার্থিতা প্রত্যাহার শেষ দিন ছিল গত ৩০ মে।  জেলায় প্রার্থী ছিলেন ৪০ জন এবং মোট ভোটার ১৪৯ জন। কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৬-১৫