গণতান্ত্রিক বাজেট বিষয়ক মতবিনিময় সভা

বাজেট বিকেন্দ্রিকরণ বিশেষত বাজেট প্রণয়ন প্রক্রিয়াতে সাধারন মানুষের অংশগ্রহণ নিয়ে জনগনের টাকায় বাজেট জন অংশগ্রহনে বাজেট এই শ্লোগানকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বরাদ্দ,তাদের উপর করের প্রভাব ও সরকারি পরিসেবায় তাদের অধিগম্যতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা হলরুমে গনতান্ত্রিক বাজেট আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ শাখার আহবায়ক ইসরাইল সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, বাজেট বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, নামোশংকরবাটী ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ফিরোজ কবীর। বাজেট সভায় অন্যানের মাঝে উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন, বেসরকারি এনজিও সচেতন এর পোজেক্ট কো-অর্ডিনেটর আশিক হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক  ইব্রাহিম, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, দিলীপ কুমার পাল, কমলা খাতুন , আব্দুস সালাম, কলেজ ছাত্র রাজু আহমেদ, নারী কাউন্সিলর সুফিয়া সুলতানা ছবি প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, ভ্যাটের অবকাঠামোতে গ্রামীণ জনগোষ্ঠীর বিভিন্ন উন্নয়ন,চাঁপাইনবাবগঞ্জ জেলার আম ও রেশম চাষ বিষয়ে ও চরাঞ্চল এলাকার পিছিয়ে পড়া সমাজের মানুষের ব্যাপক উন্নয়ন করা সহ নদী গুলোর ব্যবহার বাড়িয়ে এবং নদী গুলো নিয়মিতভাবে ডেজিং করার আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৬-১৫