যৌথ বাহিনীর অভিযানে শহরে ৬ জন > ভোলাহাটে জামায়াত নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ধাপাপাড়া ও শিবতলা এলাকা থেকে যৌথবাহিনী ৬ জনকে আটক করেছে। বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটককৃতদের জামায়াত শিবির কর্মী হিসেবে উল্লেখ করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমাবার রাতে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ম্যাজিষ্ট্রেট, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ধাপাপাড়া, শিবতলা চাইপাড়া এলাকায় টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে ৬ জন আটক করা হয়। আটককৃতরা হলো, দিদার হাজী পাড়া গ্রামের হাবিবুর রহমান এর ছেলে জাহাঙ্গীর আলম (২৩), নামোশংকর বাটী মাঠিলাপাড়ার মৃত নজরুল ইসলাম এর ছেলে মোশারফ হোসেন (২৩), ধাপাপাড়ার মোঃ নওসেদ আলীর ছেলে আকবর আলী (৪০), সরদার পাড়ার হারিজ আলীর ছেলে আমিনুল ইসলাম, শিবতলা চাইপাড়ার শওকত আলীর ছেলে রজব আলী (২৫), একই মহল্লার শ্রী স্বদেশ মন্ডল এর ছেলে শ্রী রনজিত (২০)।
৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মোঃ মিন্নাত আলী এক প্রেসেনোটে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত দুস্কৃতিকারীদেরকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ভোলাহাট
এদিকে ভোলাহাটে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন সময়ে জামায়াতের একজন নেতাকে পুলিশ আটক করে জেল-হাজতে প্রেরণের খবর পাওয়া গেছে। থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার সুরানপুর গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের বাশির উদ্দিন মন্ডলের ছেলে নবিউল ইসলাম (৪৩) নামে জামায়াত নেতাকে আটক করে। পরের দিন আটককৃত নবিউলকে জেল-হাজতে প্রেরণ করেছে বলে জানান ওসি (তদন্ত)। তিনি আরো জানান, পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৬-১৫