নারায়ণপুরের পদ্মার চরে মজুদকৃত শতাধিক বোমার বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পদ্মা নদীবেষ্টিত দূর্গম নারায়নপুর ইউনিয়নে আবারো নাশকতার উদ্দেশ্যে মজুদকৃত বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। সোমবার সকালে নাশকতার উদ্যেশ্যে মজুদকৃত শতাধিক বোমার হটাৎ করেই বিষ্ফোরণ ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও ওই এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতরশিয়া গ্রামের আব্দুল কাদের ও সাদিকুল ইসলামের বাড়ীর মাঝামাঝি এলাকায় মাটির নিচে পুঁতে রাখা বোমাগুলো সোমবার সকাল ৯টার দিকে  বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকার মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। এসময় সাধারণ মানুষের মাঝে চরম আতংক দেখা দেয়। নারায়নপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আজিম উদ্দিন জানান, বোমাগুলো বিকট শব্দে বিস্ফোরিত হবার পর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাকে অবহিত করা হয়। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মাহবুব ইমরান জানান, সন্ত্রাসের উদ্দেশ্যেই বোমাগুলো মজুদ করা হয়েছিল। খবর পেয়ে উপ-পরিদর্শক খাইরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সাতরশিয়া গ্রামে পৌছে ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার প্রাথমিক তদন্ত করেছে। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অন্যদিকে, বারবার এসব বোমা বিষ্ফোরণের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারওয়ার হোসেন জানান, এলাকাটি দুর্গম চর হওয়ায় পুলিশকে ঘটনাস্থলে পৌছুতেই অনেক বেগ পেতে হয়। এর আগে গত ২৫ মে বোমা বিস্ফোরনের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং মুল হোতাদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
বারবার এ অঞ্চলে এভাবে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটলেও, বোমা উদ্ধার বা এসব বন্ধে তেমন কোন কার্যকরী ব্যবস্থা না হওয়ায়, এমনকি এসব নাশকতা কর্মকান্ডের মুল হোতাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ না নেওয়ায়, বারবার বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটছে এবং তা বেড়েই চলেছে। এ অবস্থায় এসব নাশকতাকারীদের ধরতে প্রয়োজনে যৌথবাহিনীর অভিযান চালিয়ে এলাকার সাধারণ মানুষের জানামাল ও নিরাপত্তা নিশ্চিতের দাবীও উঠেছে স্থানীয়ভাবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৬-১৫