অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক এ্যাডভোকেসী
চাঁপাইনবাবগঞ্জে সোমাবর অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রাক্তন সহকারী প্রধান ও সহকারী কর্মসূচি ব্যবস্থাপক আব্দুল লতিফ। এতে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. এমএ মাতিন, স্বাস্থ্য শিক্ষা অফিসার শামসুন নাহার ডলি, পাবলিক হেল্থ স্টাফ নার্স শিষ মোহাম্মদ। সভায় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এর আগে সকালে সদও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে একই ধরণের সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সদও উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান। এ্যাডভোকেসী সভায় বক্তারা বলেন, হৃদরোগ, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিষয়ক পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিমিত খাবার গ্রহণ ও চিকিৎসকের পরামর্শমত ঔষধ সেবন করা প্রয়োজন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৬-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৬-১৫