ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ইসলামী ব্যাংকের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইফুল হকের সভাপতিত্বে গত এপ্রিল মাসের রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ১৮২ টি পরিবারের মাঝে ৪ লক্ষ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্থদের মাঝে উপস্থিত থেকে চেক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আরা বেগম। এছাড়াও অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন- সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার ম্যানেজার অপারেশন আবুল বাশার, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার অডিট ডিভিশন হেড অফিস মোঃ মজিবুর রহমান প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৬-১৫