হরতাল অবরোধ ডাকার হুঁশিয়ারি চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের

সদ্য গঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে ছাত্রলীগের একাংশের নেতারা। সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগের পাশাপাশি কমিটি বাতিল না হলে হরতাল অবরোধের মত কর্মসুচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। 
রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের গেল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান অহিদ। এসময় উপস্থিত ছিলেন গত কমিটির সংগঠনিক সম্পাদক অভিষেক সাহা নিলম, সোহেল রানা, সহ সম্পাদক লেলিন প্রামাণিক। সাবেক ছাত্রনেতা মুন্সি নজরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান রিপনও উপস্থিত ছিলেন। 
সম্মেলনে বলা হয়, কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাকিউল ইসলাম সাকিলকে সভাপতি, আরিফুর রেজা ইমনকে সাধারণ সম্পাদক ও মারুফ আহম্মেদ শাওনকে সাংগঠনিক সস্পাদক করে জেলা কমিটির ঘোষণা দেয়। কোন যাচাই বাছাই ছাড়াই কিছু কুচক্রী মহলের ইশারায় গঠিত হয়েছে বর্তমান কমিটি। 
সাংবাদিক সম্মেলনে তারা এ কমিটি প্রত্যাক্ষাণ করে তা বাতিলের দাবি জানান। পাশাপাশি লিখিত বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে একাংশের নেতারা বলেন, দ্রুত এ কমিটি প্রত্যাহার করে সৎ, যোগ্যদের সমন্বয়ে নতুন করে জেলা কমিটি গঠন করতে হবে। অন্যথায় প্রয়োজনে ছাত্র ধর্মঘট, শিক্ষাঙ্গনকে অচল করে অথবা অবরোধ হরতালের মত কঠোর কর্মসুচি দিয়ে দাবি আদায় করা হবে। 
লিখিত বক্তব্যে আওয়ামীলীগ সভানেত্রীর দৃষ্টিও আকর্ষন করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৫-১৫