কম্পিউটার প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জের ২৯ নারীর সাফল্য
জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ পরিচালক মর্জিনা হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শান্তনা হক শান্তা, জাতীয় মহিলা সংস্থার সহকারী কর্মসুচি কর্মকর্তা তাসরিন সুলতানা, প্রশিক্ষক রেহেনাজ বন্যা।
অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষে দেশজুড়ে প্রযুক্তি বিকাশে সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। বক্তারা প্রশিক্ষিত নারীদের গ্রহণ প্রশিক্ষণ দেশের কল্যাণে ও স্ব স্ব ক্ষেত্রে কাজে লাগানোর আহবান জানান।
পরে প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৫-১৫