ঝুঁকির মডেল স্কুল পেল নতুন ভবন

ঝুঁকির কারণে মূল ভবনে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
সকালে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ববধানে প্রায় ৫৮ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট এ একতলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে। যাতে চারটি শ্রেণী কক্ষ থাকছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন ডলারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্থর স্থাপন পরবর্তী সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা কমিটি সদস্য শহীদুল হুদা অলক। সমাবেশে প্রধান অতিথি আব্দুল ওদুদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাহিদা মোতাবেক পর্যায়ক্রমের ভবনের চারতলা মিলিয়ে ১৬ টি শ্রেণী কক্ষ নির্মাণ করা হবে বলে ঘোষণা দেন।
সমাবেশে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রকৌশলী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, অভিবাবকরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৫-১৫