প্রাইভেট কারে করে ফেন্সিডিল পাচারের সময় পুলিশের হাতে ধরা চার মাদক ব্যবসায়ী
চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকায় নয়াগোলা এলাকায় রোববার সকালে একটি প্রাইভেট কার থেকে ৭৪০ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, পৌর এলাকার আলীনগরের শরিফুল ইসলাম শরিফ (৩৫), বেলেপুকুরের সাদেকুল ইসলাম (৩৬), সদর উপচেলার চরবাগডাঙ্গা-গাইপাড়ার শহিদুল ইসলাম ডিলার (৪০) ও রাণীবাড়ি-চাঁদপুরের রায়হান আলী।
গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের নয়াগোলা এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেট কারের গতিরোধ করে তল্লাশী চালায়। এসময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৪০ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে। পাশাপাশি প্রাইভেট কারটি জব্দ করা হয়। মামলা দায়েরের পর আটককৃতদের সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৫-১৫