সোনামসজিদ বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে চাল আমদানী > বিজিবি’র অভিযানে অতিরিক্ত চাল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানী করা চালের যথাযথ শুল্ক না দিয়ে পাচারের সময় বিজিবি’র অভিযানে জব্দ হয়েছে ৫ মেট্রিক টন চাল। শুল্ক না দিয়ে অতিরিক্ত এই চাল পরিবহন করা হচ্ছিল।
চাঁপাইনবাবগঞ্জের ৯’বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার দিবাগত গভীররাতে সোনামসজিদ স্থলবন্দর হতে শুল্ক ফাকি দিয়ে একটি চাউলের ট্রাক সোনামসজিদ সীমান্তফাঁড়ির গেইট এলাকায় আসলে হাবিলদার শ্রী বাদল কুমার মুরমরু  নেতৃত্বে একটি টহল দল ট্রাকটিকে আটক করে। পরে আটককৃত চাউলের ট্রাকটি ওজন করা হলে ৫ মে.টন অতিরিক্ত চাউল পাওয়া যায়। অতিরিক্ত চাউল আজ মঙ্গলবার শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৬-১৫