এক্সিম ব্যাংকের গ্রাহকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক লিমিটেডের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির কর্মপরিধী, পদ্ধতি, সেবা, মূনাফা, সামাজিক দায়বদ্ধতা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা দেশে বেসরকারী ব্যাংক সমূহের মধ্যে এর অবস্থান  ইত্যাদি বিষয়ে আলোচনা হয় এই সভায়। এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডকে সম্পূর্ন শরীয়াহ ভিত্তিক বলে বর্ননা করেন কর্মকর্তারা। সভায় সন্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত বেসরকারী কৃষি বিশ্ববিদ্যালয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল মান্নান আকন্দ, চাঁপাইনবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম, বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, ব্যাংকটির জোনাল ম্যানেজার শেখ বশিরুল ইসলাম। গ্রাহকবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন ডালিম সিল্কস এর স্বত্ত্বাধিকারী মনোয়ার হোসেন ডালিম, ম্যাংগো মার্চেন্টস প্রডিউসরস এসোসিয়েসনের সভাপতি মনিরুল ইসলাম প্রমূখ।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী মনসুর আহমেদ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাহেব আলী সহ চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারন হিসেবধারী, কর্জগ্রহীতা,  ব্যবসায়ী,শিল্প উদ্যেক্তা ও ব্যাংকটির কর্মকর্তাগন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ আলী জিন্নাহ ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৬-১৫