নাচোলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ সিদু-কানু দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মঙ্গলবার বিকালে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ সিদু-কানু দিবস পালিত হয়েছে। বিকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা আদিবাসী একাডেমীর উদ্যোগে আদিবাসী একাডেমী থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার আদিবাসী ও আদিবাসী ছাত্র পরিষদের সদস্য গন অংশ নেন। পরে আদিবাসী একাডেমী সম্মেলন কক্ষে আদিবাসী একাডেমীর সভাপতি শ্রী বিধান সিং এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ওয়াসিফ, নিয়ামতপুর উপজেলার ৬ নং পাড়ইল ইউপি সদস্য খাইরুল ইসলাম (তোতা ), নাচোল ইউপির মহিলা সদস্য সোনামুনী কুজুর ,আদিবাসী একাডেমীর সহ সভাপতি সুধীর টুডু ,সাধারণ সম্পাদক রানী ইলামিত্র পরিষদের বাবুলাল টপ্প্য। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , কসবা ইউপির সাবেক সদস্য ভবেশচন্দ্র বর্মন, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংগঠনিক সম্পাদক জোহরুল ইসলাম প্রমুখ । সভায় আধিবাসীর উন্নয়ন,শিক্ষা,বাল্যবিবাহ, প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ৩০-০৬-১৫
উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ওয়াসিফ, নিয়ামতপুর উপজেলার ৬ নং পাড়ইল ইউপি সদস্য খাইরুল ইসলাম (তোতা ), নাচোল ইউপির মহিলা সদস্য সোনামুনী কুজুর ,আদিবাসী একাডেমীর সহ সভাপতি সুধীর টুডু ,সাধারণ সম্পাদক রানী ইলামিত্র পরিষদের বাবুলাল টপ্প্য। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , কসবা ইউপির সাবেক সদস্য ভবেশচন্দ্র বর্মন, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাংগঠনিক সম্পাদক জোহরুল ইসলাম প্রমুখ । সভায় আধিবাসীর উন্নয়ন,শিক্ষা,বাল্যবিবাহ, প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ৩০-০৬-১৫