রাজশাহী বিশ্ববিদ্যালয় সাদাদলের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বfসী শিক্ষক গ্রুপের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাদাদলের আহ্বায়ক প্রফেসর শামসুল আলম সরকারের সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক প্রফেসর ড. এনামুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, রাবি’র সাবেক ভিসি প্রফেসর ড. ফাইসুল ইসলাম ফারুকী, ইবির সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. কে বি এম মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মু. আজহার আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন। আলোচনা সভার শুরুতে আরবী বিভাগের সহযোহী অধ্যাপক আতাউর রহমান পবিত্র কুরআন তেলাওয়াত করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র আজ চরম ভাবে হুমকির সম্মুখিন। গণতন্ত্র রক্ষার জন্য সবাইকে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ৩০-০৬-১৫