শিবগঞ্জের মনাকষায় অস্ত্র ও গুলিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আহসান আলী (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃত আহসান শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর ঘোনটোলা গ্রামের মনসুর মন্ডলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎ পাড়ায় একটি পানির পাম্পের ঘরে অভিযান চালিয়ে ২ টি ৭.৬৫ মিমি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ী আহসান আলীকে আটক করে র‌্যাব সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩০-০৬-১৫