পুলিশি নির্যাতন প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী কাজী আমিনুল ইসলাম লিংকনের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন  করেছে বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এ কর্মসূচি  পালন করা হয়।
বিভাগের শিক্ষার্থী প্রসঞ্জিতের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহজাহান সিরাজ স¤্রাট, এনায়েত কবীর, আসিফ খালিদ,মুহিদুল ইসলাম শান্ত, শামীম,আরাফাত প্রমূখ।
এসময় তারা বলেন, যেখানে বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত পুলিশ সধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিবে তার পরিবর্তে সামান্য বিষয় নিয়ে কিভাবে একজন সাধারণ শিক্ষার্থীর উপর এমন নির্মম অত্যাচার চালায়। কেবল সেখানে নির্যাতন করেই ক্ষ্যান্ত হয়নি তাকে থানায় পর্যন্ত নিয়ে যায়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুলিশ সদস্যরা কিভাবে আমাদের সাথে এমন আচরণ করে তা আমাদের বোধগম্য হয়না। এর  মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের শাস্থির দাবি জানায়। পরে তাঁরা সেখানে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।
উল্লেখ্য, সোমবার কাজী আমিনুল ইসলাম লিংকন বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় পুলিশের সাথে বাকবিতন্ডকায় জড়িয়ে পড়লে পুলিশ তাকে বেধড়ক মারধর করে নগরীর মতিহার থানায় নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে থানা থেকে ছাড়িয়ে আনেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,রাবি/ ৩০-০৬-১৫