খেলা
»
ভোলাহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
ভোলাহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিদ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট-২০১৫ এর সমাপনি খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার বিকালে রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে ছেলেদের বিভাগের ১ নম্বর ইউনিয়নের তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ৩ নম্বর ইউনিয়নের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে একমাত্র গোলটি করে অহেদুর। অপরদিকে মেয়েদের বিভাগে ৪ নম্বর ইউনিয়নের হেলাচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ৩ নং ইউনিয়নের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে একমাত্র গোলটি করে সানোয়ারা। টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয় যথাক্রমে অহেদুর ও সানোয়ারা। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম, মনিরুজ্জামান, আব্দুর রাকিব, জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অতিথি উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/১১-০৬-১৫