কেমক্যিালমুক্ত আম বাজারজাত নিয়ে সোশ্যাল মিডিয়া আড্ডা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলায় উৎপাদিত আম কেমিক্যালমুক্তভাবে বাজারজাত করণ বিষয়ে সোশ্যাল মিডিয়া আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আড্ডায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের সাথে জেলার আমের বর্তমান বাজারজাতকরণ অবস্থার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব আবুল কালাম আজাদ। এসময় জেলার আম ব্যবসায়ী, কৃষি বিভাগ ও স্থানীয় সাংবাদিকদের সাথেও কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিডিয়া আড্ডায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণসহ আম চাষী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সোশ্যাল মিডিয়া আড্ডায় ফরমালিন বা কেমিক্যালমুক্ত আম বাজারজাত করণে জেলা প্রশাসনের নেয়া বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ডের বিবরণ তুলে ধরা হয় এবং জেলার আমে কোন প্রকার কেমিক্যালের ব্যবহার নেয় মর্মে নিশ্চিত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৬-১৫