সোনামসজিদ স্থল বন্দর > ভারত থেকে গমের নামে ঢুকছে চাল!
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে কয়েক দিন আগে রাজস্ব ফাঁকির লক্ষে ‘মিথ্যা ঘোষণা’ দিয়ে অতিরিক্ত চাল ঢোকার ঘটনার পর এবার গমের নামে চাল আমাদানীর ঘটনা ধরা পড়েছে। এরকমই একটি চালান মঙ্গলবার বিকেলে বিজিবি’র হাতে ধরা পড়েছে। বিজিবি ও ভারতীয় চাল বোঝায় ট্রাক জব্দ করেছে।
বিজিবি জানায়, মঙ্গলবার বিকেলে বিজিবি’র অপারেশন অফিসার মেজর মিন্নাত আলীর নেতৃত্বে একটি টিম সোনামসজিদ কাস্টমস এর সহযোগিতা ২৪ মেঃ টন চাল বোঝায় ড-১১অ-৩৮৭৫ নম্বর ভারতীয় ট্রাকটি আটক করে। বুধবার সকালে সোনামসজিদ বিজিবি সীমান্ত ফাঁড়ির হল রুমে প্রেস ব্রিফিংয়ে ৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুর হক বলেন, আটক পণ্যর আমদানি মেনুফেস্টো পরীক্ষা করে দেখা গেছে সেখানে পন্য হিসেবে উল্লেখ আছে গম যা আমদানী রাজস্ব মূক্ত। কিন্তু আমদানিকৃত মেনুফেস্টোতে গম লেখা থাকলেও তার পরিবর্তে আমদানি করা হয়েছে চাল। যা সম্পূর্ন অবৈধ এবং রাজস্ব ডাকাতি। তিনি আরো বলেন, এক শ্রেনীর চোরাচালানী সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক এভাবে বিভিন্ন অভিনব উপায় অবলম্বন করে সরকারকে দিনের পর দিন রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। কখনও এরকম পণ্য ধরা পড়লে এই অসাধু সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকরা ভুলে এমনটি হয়েছে দাবী করে। তিনি বলেন, রাজস্ব ফাঁকি দেয়া চাল বোঝাই আটক ট্রাকটি বিজিবি কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস এর অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসেন, বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিডেটের জেনারেল ম্যানেজার প্রবীর কুমার শীল, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-০৬-১৫
বিজিবি জানায়, মঙ্গলবার বিকেলে বিজিবি’র অপারেশন অফিসার মেজর মিন্নাত আলীর নেতৃত্বে একটি টিম সোনামসজিদ কাস্টমস এর সহযোগিতা ২৪ মেঃ টন চাল বোঝায় ড-১১অ-৩৮৭৫ নম্বর ভারতীয় ট্রাকটি আটক করে। বুধবার সকালে সোনামসজিদ বিজিবি সীমান্ত ফাঁড়ির হল রুমে প্রেস ব্রিফিংয়ে ৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুর হক বলেন, আটক পণ্যর আমদানি মেনুফেস্টো পরীক্ষা করে দেখা গেছে সেখানে পন্য হিসেবে উল্লেখ আছে গম যা আমদানী রাজস্ব মূক্ত। কিন্তু আমদানিকৃত মেনুফেস্টোতে গম লেখা থাকলেও তার পরিবর্তে আমদানি করা হয়েছে চাল। যা সম্পূর্ন অবৈধ এবং রাজস্ব ডাকাতি। তিনি আরো বলেন, এক শ্রেনীর চোরাচালানী সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক এভাবে বিভিন্ন অভিনব উপায় অবলম্বন করে সরকারকে দিনের পর দিন রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। কখনও এরকম পণ্য ধরা পড়লে এই অসাধু সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকরা ভুলে এমনটি হয়েছে দাবী করে। তিনি বলেন, রাজস্ব ফাঁকি দেয়া চাল বোঝাই আটক ট্রাকটি বিজিবি কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস এর অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসেন, বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিডেটের জেনারেল ম্যানেজার প্রবীর কুমার শীল, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-০৬-১৫