বিএনপি ভারতের সাথে বন্ধুত্ব চায়, গোলামী নয়-হারুনুর রশিদ

বিএনপি ভারতের সাথে Ÿন্ধুত্ব চায় গোলামী নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন বলেছেন শনিবার বিকেলে সদর উপজেলা ইসলামপুর ইউনিয়নের চাঁটাইডুবি খেলার মাঠে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন।
বিএনপি প্রতিষ্ঠা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামপুর ইউনিয়ন বিএনপি এ জনসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইসলামপুর ইউনিয়ন  বিএনপির  আহবায়ক নুরুল ইসলাম মাষ্টারের  সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় হারুনুর রশিদ আরো বলেন, বর্তমান বাংলাদেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। এদিকে গুম,খুন,হত্যা সন্ত্রাস অন্যদিকে সাগরে ভাসছে হাজার হাজার মানুষের প্রাণ। তারা দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করেনা বরং নিজেদের আখের গোছানোর জন্য তারা দেশের মানুষের সম্পদ লোটপাট করছে। আবার প্রধানমন্ত্রি বলছে তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। শেখ হাসিনার মিথ্যার রাজনীতির কাছে পরাজিত না হয়ে তিনি দলীয় নেতাকর্মীদের জানান, বর্তমানে বিএনপির চ্যালেঞ্জ হল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। তিনি শহীদ জিয়ার বাংলাদেশের জন্য অনেক অবদান রয়েছে উল্লেখ করে বলেন, দেশের দুর্বিষহ পরিস্থিতিতে তিনি চট্রগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দেন। তিনি ছিলেন এদেশে বহু দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। শহীদ জিয়ার আর্দশে আদর্শিত হয়ে বেগম খালেদা জিয়া এদেশে ৯ বছর সংগ্রাম করে গনতন্ত্র ফিরিয়ে এনেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো ভারত বিরোধী নয় আমরা ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই কোনো গোলা করতে চাইনা।  আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, শহিদুল ইসলাম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৫-১৫