এসএসসিতে জেলায় পাশের হার ৯৪.৬২ > এবারো হরিমোহন শীর্ষে

এবারের এসএসসি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জে পাশের হার ৯৪ দশমিক ৬২। জেলার ৫ উপজেলায় ১০ হাজার ৪৪ জন পরীক্ষার্থী এবার অংশ নেয়। অন্যান্য বারেরমত এবারো  হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১’শ ৫২ জন ছাত্র জিপিএ-৫ পেয়ে জেলার শীর্ষে রয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, পৌর এলাকার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৫২, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০৮, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে ৩১, ফুলকুড়ি ইসলামিক একাডেমী ২৮, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে ২২, রাজারামপুর হামিদুল¬াহ উচ্চ বিদ্যালয়ে ১৬, হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩, টাউন হাইস্কুল ১, শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬৬, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৮, দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয়ে ২৬, মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ে ১৭, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে ১১, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে ১৮, কানসাট উচ্চ বিদ্যালয়ে ১২, হরিনগর উচ্চ বিদ্যালয়ে ১১, রানিহাটি উচ্চ বিদ্যালয়ে ১৫, চককীর্তি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩৬, প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩১, রহনপুর রাবেয়া উচ্চ বিদ্যালয়ে ২৯, চৌডালা উচ্চ বিদ্যালয়ে ১১, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে ১১, নাচোল খম বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮।
নাচোলে জিপিএ-৫ পেয়েছে ৬২জন
নাচোল প্রতিনিধি : নাচোলে এবারের এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬২জন। উপজেলার ২টি পরিক্ষাকেন্দ্রের অধীনে ২২টি উচ্চবিদ্যালয় থেকে ৯’শ ২৪জন পরিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯জন এবং একমাত্র নাচোল বিএম ফাযিল মাদরাসা কেন্দ্রের অধীনে ১৬টি মাদরাসার ১’শ ৯৯জন অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ৩জন। উপজেলায় শতভাগ পাশের তালিকায় রয়েছে একমাত্র হাটবাকইল উচ্চবিদ্যালয়। অধিক জিপিএ-৫ প্রাপ্তের তালিকায় রয়েছে মাক্তাপুর উচ্চবিদ্যালয় ১৭জন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় ১১জন এবং খ.ম বালিকা উচ্চবিদ্যালয় ৮জন। জিপিএ-৫’র শূন্য তালিকায় রয়েছে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এগুলো হচ্ছে নাসিরাবাদ-দুলাহার উচ্চবিদ্যালয়, গোলাবাড়ি উচ্চবিদ্যালয়, মাধবপুর উচ্চবিদ্যালয়, পাহাড়পুর উচ্চবিদ্যালয়, পীরপুর উচ্চবিদ্যালয়, সোনাইচন্ডী বালিকা উচ্চবিদ্যালয়, ভেরেন্ডী উচ্চবিদ্যালয়, বাকইল বালিকা উচ্চবিদ্যালয়, মুসলিমপুর গার্লস অ্যাকাডেমী, ভাতসা উচ্চবিদ্যালয়।
গোমস্তাপুরে জিপিএ-৫ পেয়েছে ২৫২ জন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এ বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৫২জন। এর মধ্যে এসএসসিতে ২৪৯জন ও দাখিলে ৩জন জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে  প্রতিবারের ন্যয় এবারও ৩৬জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় ১ম স্থান অর্জন করে, ৩১জন জিপিএ-৫ পেয়ে ২য় স্থানে প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়,২৯জন জিপিএ-৫ পেয়ে ৩য় স্থানে রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ১৭ জন জিপিএ-৫ পেয়ে ৪র্থ স্থানে বোয়ালিযা উচ্চ বিদ্যালয়, ১১জন জিপিএ-৫ পেয়ে ৫ম স্থানে আলিনগর স্কুল ও কলেজ। এছাড়া দাখিলে ১টি করে জিপিএ-৫ প্রাপ্ত মাদ্রসাগুলো হলো প্রসাদপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কাশিয়াবাড়ী আলিম মাদ্রাসা ও চৌডালা মাদ্রাসা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৫-১৫