ছত্রাজিতপুরে জানাজাস্থল থেকে মটর সাইকেল চুরি!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গোরস্তানে জানাজার নামাজ পড়তে গিয়ে মটর সাইকেল খুইয়েছেন একই এলাকার মাওলানা জুবায়েরুল ইসলামের ছেলে ইব্রাহিম নামের এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে রোববার বিকেল চারটার দিকে গোরস্থানের গেটেই।
ঘটনার শিকার ইব্রাহিম আলী ও স্থানীয়রা জানায়, ইব্রাহিম মটর সাইকেলযোগে ৪ টায় ছত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্তানে ছত্রাজিতপুর কাঠাইলাপাড়া গ্রামের  সমাজ সেবক মরহুম মুসলিম উদ্দিনের  জানাজায় অংশ গ্রহন করতে যান। তিনি তার ডিসকভার  ১৩৫ সিসি মোটর সাইকেলটি গোরস্থান গেটে রেখে নামাজে জানাজায় অংশ নিতে ভেতরে চলে যান। জানাজা শেষে ফিরে এসে দেখেন মোটর সাইকেল নেই। পরে অনেক খোঁজাখুঁজির পরও তা পাওয়া  যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-০৫-১৫

,