কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত হল শিবিরের শিক্ষা বৈঠক

ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অর্ন্তগত থানা শাখার নেতাদের সমন্বয়ে রোববার দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির, কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সেক্রেটারি সাইদুর রহমান সাঈদ।
শিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ  জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি’র বক্তব্যে শিবির নেতা সাঈদ বলেন, ‘ইসলামি ছাত্রশিবিরকে চলমান সকল ষঢ়যন্ত্রের মোকাবেলার পাশাপাশি সাংগঠনিক মজবুতি অর্জনের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে আরো শক্তিশালী হতে হবে’।
শিক্ষা বৈঠকে জেলার সকল থানা শাখার সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বৈঠক পরিচালনা করেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী শহিদুল ইসলাম সোহেল।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৫-১৫