কেমিক্যালের মাধ্যমে ফল পাকানো বন্ধকরণ বিষয়ে সভা
বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে ফল পাকানো বন্ধকরণ বিষয়ে জেলা পরিবিক্ষণ কমিটির সভা রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, ভোলাহাট আম ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকসহ স্থানীয় আম ব্যবসায়ীরা।
সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের সুমান অক্ষুন্ন রাখতে কোন অসাধু ব্যবসায়ী যেন আমে ফরমালিন বা অন্য কোন কেমিক্যাল ব্যবহার করতে না পারে, এজন্য প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীদের সজাগ দৃষ্টি রাখার উপর গুরুত্বারোপ করা হয়। কোন আম ব্যবসায়ী যে কোন প্রকার হয়রানীর শিকার না হয় সেদিকেও খেয়াল রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান আম ব্যবসায়ীরা। এসময় জেলার বিভিন্নস্থানের আম ব্যবসায়ী, উপজেলা কৃষি কর্মকর্তাগণসহ জেলা পরিবিক্ষন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার আম ব্যবসায়ীরা কখনও কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করেন না। চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম ক্ষুন্ন করার হীন ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল আমে কেমিক্যালের বিষয়টি করছে। আম পরীক্ষার জন্য সঠিক মেশিন ব্যবহার করে এবং চাঁপাইনবাবগঞ্জের আমের কদর ধরে রাখতে সকল প্রকার সহযোগিতা এবং কোন অসাধু ব্যক্তি এসব ঘটনার সাথে জড়িত হলে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান আম ব্যবসায়ী বক্তারা। সকলের সহযোগিতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয় সভায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৫-১৫
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, ভোলাহাট আম ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকসহ স্থানীয় আম ব্যবসায়ীরা।
সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের সুমান অক্ষুন্ন রাখতে কোন অসাধু ব্যবসায়ী যেন আমে ফরমালিন বা অন্য কোন কেমিক্যাল ব্যবহার করতে না পারে, এজন্য প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীদের সজাগ দৃষ্টি রাখার উপর গুরুত্বারোপ করা হয়। কোন আম ব্যবসায়ী যে কোন প্রকার হয়রানীর শিকার না হয় সেদিকেও খেয়াল রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান আম ব্যবসায়ীরা। এসময় জেলার বিভিন্নস্থানের আম ব্যবসায়ী, উপজেলা কৃষি কর্মকর্তাগণসহ জেলা পরিবিক্ষন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার আম ব্যবসায়ীরা কখনও কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করেন না। চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম ক্ষুন্ন করার হীন ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল আমে কেমিক্যালের বিষয়টি করছে। আম পরীক্ষার জন্য সঠিক মেশিন ব্যবহার করে এবং চাঁপাইনবাবগঞ্জের আমের কদর ধরে রাখতে সকল প্রকার সহযোগিতা এবং কোন অসাধু ব্যক্তি এসব ঘটনার সাথে জড়িত হলে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান আম ব্যবসায়ী বক্তারা। সকলের সহযোগিতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয় সভায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৫-১৫